Advertisement
Advertisement
Maharashtra

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! এবার মুম্বই থেকে গ্রেপ্তার ইঞ্জিনিয়ার, নজরে আরও দুই

অভিযুক্ত রবি মুরলীধর ভার্মা নামী প্রতিষ্ঠানে কাজ করতেন।

Maharashtra Man Arrested For Spying For Pakistan
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 30, 2025 4:06 pm
  • Updated:May 30, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রবি মুরলীধর ভার্মা নামী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে থানে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে একাধিক তথ্য পাচার করেছেন অভিযুক্ত। সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে দেশের একাধিক তথ্য পাচার করতেন তিনি। মুম্বই পুলিশ ও থানে পুলিশের যৌথ অভিযানে রবিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর দুই সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে বুধবার সাকুর খান মঙ্গলিয়া নামে রাজস্থানের এক সরকারি কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সিআইডির গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন। ধৃত ব্যক্তি কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের সহকারী ছিলেন বলে জানা গিয়েছে। সাকুরের ফোন পরীক্ষা করে একাধিক পাক ব্যক্তির নম্বর পাওয়া গিয়েছে। এদিকে জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন তিনি একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর দেশজুড়ে থাকা ‘গদ্দার’দের খোঁজ শুরু করেন গোয়েন্দারা। সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হতেই একাধিরক পাক চরের হদিশ পাওয়া যায়। দেশে থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে কাজ করার অভিযোগে একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এবার বাণিজ্যনগরী থেকে এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement