Advertisement
Advertisement
Maharashtra Minor Girl

প্রেমেতে মজিলে মন, প্রেমিকের সঙ্গে পালাতে দাদাকে ফোন করে ভুয়ো অপহরণের গল্প, তারপর…

নাবালিকার কীর্তিতে অবাক পুলিশ।

Maharashtra minor girl narrates fake story of kidnapping, ran away with boyfriend to Kolkata | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:June 19, 2023 4:39 pm
  • Updated:June 19, 2023 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে পালাতে হবে। কিন্তু সেটা কাউকে জানানো যাবে না। কী করা যায়? অনেক ভেবেচিন্তে ফন্দি বের করল নাবালিকা। পালিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে দাদাকে মেসেজ করে জানাল, তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু তল্লাশি করতে নেমে পুলিশ অবাক। জানা গেল অপহরণ নয়, আসলে মনের মানুষের সঙ্গে এলাকা ছেড়ে পালিয়েছে সে। মহারাষ্ট্রের (Maharashtra) এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মহারাষ্ট্রের পালঘর জেলার বাসিন্দা ওই নাবালিকার বয়স ১৭ বছর। একটি কোম্পানিতে ঘর পরিষ্কারের কাজ কর‍ত সে। প্রতিদিনের মতো শুক্রবারও সে কর্মক্ষেত্রে গিয়েছিল। তারপরে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাধ্য হয়ে পুলিশে খবর দেয় তার পরিবারের সদস্যরা। অপহরণের অভিযোগও দায়ের করা হয় থানায়।

[আরও পড়ুন: তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত বহু]

থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই নিজের দাদাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠায় ওই নাবালিকা। ভয়ার্ত গলায় একটি ভয়েস নোট পাঠিয়ে দাদাকে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। সেই ভয়েস নোটের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে অপহরণের কথা মাথায় এগোচ্ছিল ভিরার থানার পুলিশ।

কিন্তু নানা সূত্র খতিয়ে দেখে অবাক হয়ে যান তদন্তকারী পুলিশ আধিকারিকরা। জানতে পারেন, অপহরণের তত্ত্বটি একেবারেই ভুয়ো। আসলে প্রেমিকের সঙ্গে মহারাষ্ট্র ছেড়ে পালিয়েছে ওই নাবালিকা। পুলিশের অনুমান, কলকাতার (Kolkata) বিমানে চেপেছে যুগল। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের একটি তদন্তকারী দল কলকাতা পৌঁছেছে বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: সবুজ বাঁচিয়ে নিরাপত্তায় জোর, ২০০ ই-গাড়ি আনছে লালবাজার, পেট্রল পাম্পেই চার্জিং স্টেশন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ