Advertisement
Advertisement
Nitin Gadkari

বোমাতঙ্ক নীতীন গড়করির বাড়িতে, বিস্ফোরণ রুখতে ছুটল পুলিশ, হুলস্থুল নাগপুরে

এদিন নাগপুর শহরেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Maharashtra Police Arrests Man Who Gave Threat To Blowup Nitin Gadkari's House
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2025 4:59 pm
  • Updated:August 3, 2025 6:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্ক কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির নাগপুরের বাড়িতে। রবিবার সকালে উড়ো ফোন আসে পুলিশের কাছে। বলা হয়, বোমা বিস্ফোরণে কেন্দ্রীয় মন্ত্রীর ওয়ার্ধা রোডের বাড়ি উড়িয়ে দেওয়া হবে। কিছুক্ষণ বাদেই ঘটবে বিস্ফোরণ। এরপরে হুলস্থুল পড়ে যায় গোটা শহরে। শুরু হয় মন্ত্রীর বাড়ি এবং আশপাশের অঞ্চলে বোমার খোঁজ। শেষ পর্যন্ত কি বোমা পাওয়া গেল?

Advertisement

ডিসিপি ঋষিকেশ রেড্ডি জানান, সকাল ৯টা নাগাদ ফোন আসে নাগপুর পুলিশের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ১১২-তে। অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোনে দাবি করেন, কেন্দ্রীর মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটবে। এরপর দেরি না করে অতিরিক্ত নিরাপত্তারক্ষী পাঠানো হয় গড়করির বাড়িতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোম্ব স্কোয়াডও। যদিও শেষমেশ কিছুই মেলেনি।

উড়ো ফোনের ঘটনায় প্রতাপনগর থানায় মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে উমেশ বিষ্ণু রাউত নামের এক ব্যক্তিকে। রাউত তুলসিবাঘ রোডের বাসিন্দা। মেডিক্যাল চকে একটি মদের দোকানে কাজ করেন তিনি। রাউতই নিজের মোবাইল থেকে পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। উল্লেখ্য, এদিন নাগপুর শহরেই ছিলেন নীতীন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ