Advertisement
Advertisement
Yogi Adityanath

কেজরিকে সপারিষদ যমুনায় ডুব দেওয়ার চ্যালেঞ্জ, দিল্লিকে ‘ডাস্টবিন’ কটাক্ষ যোগীর

মহাকুম্ভে আস্থার ডুব দিয়েই দিল্লিতে ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

main culprit behind Delhi's plight, Yogi Adityanath blem Arvind Kejriwal

দিল্লিতে জনসভা যোগী আদিত্যনাথের। ছবি: হেমন্ত মৈথিল।

Published by: Hemant Maithil
  • Posted:January 24, 2025 2:13 pm
  • Updated:January 24, 2025 3:07 pm   

হেমন্ত মৈথিল: মহাকুম্ভে আস্থার ডুব দিয়েই দিল্লিতে ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুড়লেন, যদি সত্যিই দিল্লিতে উন্নয়ন হয়ে থাকে তবে মন্ত্রীদের সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, আপের শাসনকালে গোটা দিল্লি ডাস্টবিনে পরিণত হয়েছে।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের ৫৪ জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে ডুব দিয়ে এসেছেন যোগী আদিত্যনাথ। সেই প্রসঙ্গ তুলে ধরে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমি আমার মন্ত্রিসভারকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের সঙ্গমে ডুব দিয়ে এসেছি। কেজরি কি পারবেন নিজের দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে যমুনায় ডুব দিতে? ওরা পবিত্র যমুনাকে নোংরা ড্রেনে পরিণত করেছেন, এরা দিল্লির মানুষের ক্ষমা পাওয়ার যোগ্য নন।” একইসঙ্গে উন্নয়নের খতিয়ান তুলে ধরে যোগী বলেন, গত ৭ থেকে ৮ বছরে আমূল পরিবর্তন হয়েছে উত্তরপ্রদেশের। গত ১৩ থেকে ২৩ জানুয়ারি ১০ কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গমে ডুব দিয়েছেন। গোটা প্রয়াগরাজ উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে। সম্পূর্ণ দূষণমুক্ত ওই অঞ্চল। মহাকুম্ভ আয়োজনে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে ৭৫০০ কোটি টাকা খরচ করেছে। এখান থেকে ২ লক্ষ কোটি টাকার আর্থিক উন্নতি হবে রাজ্যে। সঙ্গে ২ লক্ষ যুবকের কর্মসংস্থানও হয়েছে।

দিল্লির কিরারি, কারোল বাঘ ও জনকপুরী এই তিন বিধানসভা নির্বাচনে প্রচার সারেন যোগী আদিত্যনাথ। সেখানে আপকে কড়া সুরে আক্রমণ সানিয়ে যোগী বলেন, দিল্লির এমন দুর্দশার মূল কারিগর হলেন অরবিন্দ কেজরিওয়াল। এনডিএমসি এলাকা ছাড়া বাকি দিল্লির পরিকাঠামো ভেঙে পড়েছে। রাস্তায় বড় বড় গর্ত, পানীয় জলের তীব্র সংকট, নোংরা ড্রেনগুলি উপচে পড়ছে, নোংরার পাহাড় জমেছে। যোগীর অভিযোগ, মানুষের জন্য কাজ করার পরিবর্তে সোশাল মিডিয়ায় মিথ্যা প্রচার করেই সময় কাটান আপ নেতারা। উন্নয়নের জন্য একটুও সময় নেই ওদের। গত ১০ বছরে দিল্লির বিরাট উন্নয়ন হতে পারত। তবে এদের দৌলতে গোটা দিল্লি আস্ত ডাস্টবিনে পরিণত হয়েছে।

২০২০ সালে দিল্লির সাম্প্রদায়িক হিংসার জন্যও আপের দিকে আঙুল তোলেন যোগী। অভিযোগ করেন, ওই হিংসার ষড়যন্ত্র করেছিলেন আপের বিধায়ক ও কাউন্সিলররা। এছাড়া আন্না হাজারের সঙ্গে কেজরির বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন তিনি। শুধু তাই নয়, পাঞ্জাবে আপের সরকার গঠনের পর সেখানকার মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা হয়নি বলেও অভিযোগ তোলেন যোগী। জানান, পাঞ্জাবের মহিলাদের উচিত আপের পার্টি অফিস ও কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ