Advertisement
Advertisement

Breaking News

Bihar SIR

বাদ পড়াদের তালিকা কারণ-সহ প্রকাশ করতে হবে, SIR নিয়ে কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে।

Make Public 65 Lakh Names Struck Off Bihar SIR: Supreme Court To Election Commission
Published by: Subhajit Mandal
  • Posted:August 14, 2025 4:07 pm
  • Updated:August 14, 2025 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের আপত্তিকে গুরুত্ব নয়। ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কেন তাদের নাম বাদ দেওয়া হল, সেই কারণও প্রকাশ্যে আনতে হবে। কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, “৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এই সব তথ্য প্রকাশ করা উচিত।”

গত ১০ আগস্ট এই মামলা চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে, সেটার আলাদা করে তালিকা প্রকাশ করার কোনও নিয়ম নেই। এমনকী কেন নাম বা দেওয়া হয়েছে সেটা জানাতেও বাধ্য নয় তারা। নির্বাচন কমিশন জানায়, কাদের নাম বাদ গেল রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে সেই তথ্য দেওয়া হয়েছে। সেটা তারা আদালতে দেখাতেও পারবে। কিন্তু যারা বাদ পড়লেন তাদের তালিকা প্রকাশ করা বা আলাদা করার কোনও নিয়ম নেই। সেই বক্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট বলল, “তালিকা যখন বুথস্তরে বিএলও-দের দেওয়া হচ্ছে তখন সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যাটা কোথায়?” নির্বাচন কমিশন বলছে, “কোনও নাগরিকের মৌলিক অধিকার কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির উপর নির্ভরশীল হতে পারে না।”

অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক DEO-র ওয়েবসাইটে ওই এলাকার বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিস বোর্ডে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম কারণ-সহ প্রকাশ করতে হবে। যারা বাদ পড়েছেন, তাঁরা পালটা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।  তাৎপর্যপূর্ণভাবে শীর্ষ আদালত জানিয়ে দিল, পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ডও দেওয়া যাবে। শীর্ষ আদালতের বক্তব্য, “আধার কার্ড যদি নাগরিকের বৈধ পরিচয়পত্র হয়, তাহলে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ