Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

লুকিয়ে মহিলাদের ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট! বেঙ্গালুরুতে গ্রেপ্তার যুবক

বুধবার বেঙ্গালুরুর কেআর পুরম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Man arrested for filming women on Bengaluru streets, posting videos without consent

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 10, 2025 8:28 pm
  • Updated:July 10, 2025 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়াই মহিলাদের ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ধৃতের নাম গুরদীপ সিং। তাঁর বয়স ২৬ বছর। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বেঙ্গালুরুর কেআর পুরম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর জনপ্রিয় চার্চ স্ট্রিট-সহ একাধিক রাস্তায় গুরুদীপ ঘুরে বেড়াতেন। অভিযোগ, সুযোগ বুঝে তিনি লুকিয়ে মহিলারদের একাধিক ভিডিও বানাতেন। তারপর সেগুলি ইনস্টাগ্রামে আপলোড করতেন। সম্প্রতি এক যুবতী গোটা বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরব হন। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘অনুমতি ছড়াই ওই যুবক মহিলারদের ভিডিও তোলেন এবং সমাজমাধ্যমে সেগুলি আপলোড করেন। আমিও এর শিকার হয়েছি।’ এমনকী কিছুদিন ধরে তাঁকে সমাজমাধ্যমে কুপ্রস্তাব পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওগুলি আপলোড করা হত, তার অনুগামীর সংখ্যা ১০ হাজার।    

পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযুক্ত যুবক হোটেল ম্যানেজমেন্টের স্নাতক। কিন্তু বর্তমানে বেকার। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement