সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাসিড হামলার ঘটনা রাজধানীতে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আঠারো বছর বয়সী এক যুবতীকে অ্যাসিড ছুড়ে মারল এক যুবক। দিল্লির সংগম বিহারের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আক্রান্ত যুবতী AIIMS-এ চিকিৎসাধীন। তাঁর শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।
Delhi: At 10.25 am today a PCR call received regarding a man who has thrown diluted acid on a girl in Sangam Vihar; Girl admitted to AIIMS
Advertisement— ANI (@ANI_news)
সংবাদসংস্থা ANI জানিয়েছে, সকাল ১০ টা ২৫ মিনিট নাগাদ দিল্লি পুলিশের কাছে পিসিআর-এ একটি ফোন আসে। সেখানেই এই অ্যাসিড হামলার কথা জানানো হয়। এরপরই রবি কুমার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
[ফেসবুকে লাইভ ধর্ষণ দেখলেন ৪০ জন, পাশে দাঁড়ালেন না কেউই]
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাথরুম পরিস্কারের জন্য যে ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়, সেই অ্যাসিডই ওই যুবতীকে ছুড়েছে ওই যুবক। মেয়েটি অন্য কারও সঙ্গে কথা বলছিল, নিছক এই সন্দেহ থেকেই এই অ্যাসিড হামলা বলে মনে করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.