Advertisement
Advertisement
Maharashtra

পুলিশ হেফাজত থেকে পালিয়ে শিশু নির্যাতন ও হত্যা ধর্ষণ-খুনে অভিযুক্তর! ফের পাকড়াও শ্রমিক

২০২৩ সালে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছিল।

Man arrested for torturing and murdering a child at Maharashtra
Published by: Subhankar Patra
  • Posted:October 4, 2025 2:34 pm
  • Updated:October 4, 2025 5:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুকে ধর্ষণ ও খুনে অভিযোগ গ্রেপ্তার হয়েছিল। তবে পালিয়ে যায় পুলিশ হেফাজত থেকে।  পালিয়ে ফের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁত শ্রমিকের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Advertisement

১ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ভিওয়ান্ডি এলাকায়। হেফাজত থেকে পালিয়ে ভিওয়ান্ডি এলাকায় থাকছিল অভিযুক্ত। সে কথা জানাই ছিল না পুলিশের।অভিযুক্ত বুধবার রাতে প্রতিবেশী সাত বছর বয়সি শিশুকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর একটি বস্তায় দেহটি ফেলে পালিয়ে যায়।

ঘটনার রাতে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর ছয়ের শিশুটি। দীর্ঘক্ষণ ফিরে না আসায় তার খোঁজ শুরু করে পরিবার। তল্লাশির সময় শিশুটি যে ছোট বালতিটি নিয়ে বেরিয়েছিল সেটি অভিযুক্তের ঘরের সমানে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। কিন্তু ঘরটি তালাবন্ধ ছিল। দরজা ভেঙে বস্তার মধ্যে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এরপরই পুলিশে অভিযোগ জানায় মৃতার পরিবার। সেই রাতেই বিহারের মধুবনীতে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে অনেকটা একই কায়দায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৩৩ বছর বয়সি তাঁত শ্রমিকের বিরুদ্ধে। সেই সময় অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে শুনানির দিন আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে। তারপর এই কাণ্ড। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ