Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

জনসমক্ষে মহিলাকে চুমু, যৌন হেনস্তা! বেঙ্গালুরুতে পুলিশের জালে অভিযুক্ত যুবক

প্রশ্নে শহরের নারী নিরাপত্তা।

Man arrested in Bengaluru For intimesy and Harrsed a Women on Road
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 24, 2025 6:58 pm
  • Updated:July 24, 2025 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসমক্ষে মহিলাকে চুমু খাওয়া ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার যুবক। এমন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গোবিন্দপুরা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাজার করার জন্য যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত মহম্মদ মারুফ সারিফ ওই মহিলাকে অনুসরণ করতে থাকে। এররপরই রাস্তার মধ্যেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। জোর করে মহিলার ঠোঁটে চুমু খেতে শুরু করে। পাশাপাশি মহিলার ঠোঁট কামড়ে দেওয়ারও অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। হঠাৎ এমন ঘটনায় অস্বস্থিতে পড়ে যান ওই মহিলা। কোনও রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। এরপরই বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনা জানান। পরে গোবিন্দপুরা থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়ের হতেই পদক্ষেপ নেয় পুলিশ। যৌন হেনস্তার অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গত ৬ জুন রাস্তার মাঝে খারাপ ব্যবহার করার দু’টি অভিযোগ দায়ের হয়। সন্ধ্যা ৭টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে বেরনো এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই ওই যুবক পার্কে ঢোকে এবং অন্য আরেক মহিলাকে জোর করে জড়িয়ে ধরার পাশাপাশি তাঁকে চুমু খায় বলে অভিযোগ। এদিকে গত ৩ জুন বেঙ্গালুরুর একটি ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই দিন রাত প্রায় পৌনে দু’টো নাগাদ দুই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেই সময় এক যুবক তাঁদের অনুসরণ করতে থাকে। এরইমধ্যে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে যৌন হেনস্তা করতে থাকে ওই যুবক। পরপর এমন ঘটনায় বেঙ্গালুরু শহরে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement