Advertisement
Advertisement
Gujarat

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পালিয়েছেন সমকামী বান্ধবীর সঙ্গে! হাই কোর্টের দ্বারস্থ স্বামী

২০২২ সালে বিয়ে হয় ওই দম্পতির।

Man claims pregnant wife eloped with her girlfriend, moves High Court
Published by: Biswadip Dey
  • Posted:December 19, 2024 9:09 pm
  • Updated:December 19, 2024 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-এর কথা সকলেরই জানা। সেখানে রসের স্ত্রী ক্যারল বান্ধবী সুজানের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং সেটাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই! এমনই এক ঘটনা ছায়া ফেলল এবার বাস্তবের মাটিতেও। আহমেদাবাদের এক ব্যক্তির অভিযোগ, তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিজের সমকামী বান্ধবীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। গুজরাট হাই কোর্টে দায়ের করেছেন মামলা।

ঠিক কী অভিযোগ? ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী গত অক্টোবরে বাড়ি থেকে চলে গিয়েছেন। আর ফিরে আসেননি। স্থানীয় থানায় নিখোঁজ ডায়রিও করা হয়েছে। কিন্তু তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি। কিন্তু তদন্তে নামার পর পুলিশ দাবি করে, ওই মহিলার আগে থেকেই এক সমকামী সম্পর্ক ছিল। সেই বান্ধবীর সঙ্গে তাঁর শরীরী সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্কের কথা দুই পরিবারই জানত। কিন্তু বিয়ের সময় সবটা লুকিয়ে যাওয়া হয়।

২০২২ সালে বিয়ে হয় তাঁদের। স্বামীর দাবি, গত দুবছরের বৈবাহিক জীবনে কোনও বড় দাম্পত্য কলহ হয়নি তাঁদের। কিন্তু এভাবে আচমকাই বান্ধবীর সঙ্গে কেন গাঢাকা দিলেন তিনি তা ভেবে পাচ্ছেন না ওই ব্যক্তি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্ধান মেলেনি নিখোঁজ মহিলা ও তাঁর বান্ধবীর। হাই কোর্ট পুলিশকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি গুজরাট সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী সোমবার যেন তাদের কোনও প্রতিনিধি আদালতে হাজির হন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement