Advertisement
Advertisement
Madhya Pradesh

বিজেপির মধ্যপ্রদেশে হাড়হিম কাণ্ড! হাসপাতালে ঢুকে প্রকাশ্যে গলা কেটে প্রেমিকাকে খুন যুবকের

ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man entered the hospital and publicly slit the throat of his girlfriend in Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 1, 2025 10:42 am
  • Updated:July 1, 2025 5:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ঢুকে প্রেমিকাকে গলা কেটে খুন যুবকের। এমনকী নিজেকেও শেষ করে দেওয়ারও চেষ্টা করেন ওই প্রেমিক। যদিও সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় ঘটনাস্থল পালিয়ে যান তিনি। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলা হাসপাতালে। পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পর বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

Advertisement

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় এক ব্যক্তি মোবাইলে পুরো ঘটনার ভিডিও করেন। সেই ফুটেজ দেখেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবককে হাসপাতালের মধ্যে সাধারণ ভাবেই ঘুরে বেড়াতে দেখা যায়। প্রথমদিকে মনেই হয়নি তিনি কাউকে খুন করতে পারেন। হঠাৎ একটি ছুরি বের করে এক নাসিং পড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। এরপরেই তাঁর গলার নলি কেটে দেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়েন ওই সন্ধ্যা চৌধুরি নামে বছর আঠারোর ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

এরপরেই নিজেকেও শেষ করে ফেলার চেষ্টা করেন ওই যুবক। সেই চেষ্টাই ব্যর্থ হয়ে পালিয়ে যান তিনি। পুরো ঘটনাটি ঘটে হাসপাতালের রক্ষীদের সামনেই। তবুও কেন ওই যুবককে তখনই ধরা গেল না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া এভাবে হাসপাতেলে ঢুকে খুনের ঘটনায় হাসপাতালের রোগী, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, দু’বছর ধরে অভিষেক কোশথির নামে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সন্ধ্যার। গত ২৭ তারিখ এমন ঘটনা ঘটায় ওই যুবক। পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশকে তিনি জানিয়েছেন, দু’বছর ধরে সম্পর্ক থাকলেও সম্প্রতি সন্ধ্যা তাঁকে এড়িয়ে চলছিলেন। এতেই অভিষেকের সন্দেহ হয় অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সন্ধ্যা। সেই সন্দেহ থেকেই প্রেমিকাকে শিক্ষা দিতে এমন হামলা চালায় ওই যুবক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ