সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর আগের কথা। এক মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রাণ হারান বাপি সেন। কলকাতার পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দিল্লিতে। মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে গুলি খেলেন দিল্লির জনকপুরীর এক ব্যক্তি।
৪০ বছরের সঞ্জয় স্থানীয় এলাকায় জামাকাপড় বিক্রি করেন। ঘটনার দিন মহিলার সম্মান বাঁচাতে তিনি এগিয়ে গেলে স্থানীয় দুষ্কৃতীরা প্রথমে সঞ্জয়কে মারধর করে, তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তলপেটে গুলি খেয়ে সেখানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসলে, দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র এবং তার সাগরেদদের গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.