Advertisement
Advertisement
Bengaluru

বেলন দিয়ে স্ত্রীকে বেধড়ক মেরে ‘খুন’ স্বামীর, বেঙ্গালুরুতে ভয়াবহ কাণ্ড!

নেপথ্যে পারিবারিক অশান্তি?

Man Held For Killing Wife With Rolling Pin In Bengaluru
Published by: Subhodeep Mullick
  • Posted:October 8, 2025 5:33 pm
  • Updated:October 8, 2025 9:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। স্ত্রীকে বেলন দিয়ে বেধড়ক মেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বর ঘটলেও, তা প্রকাশ্যে মঙ্গলবার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রীতি সিং। বয়স ২৮ বছর। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই স্বামী ছোটা লাল সিং-এর সঙ্গে তাঁর পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, ছোটা লালা তাঁর স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করতেন। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, প্রীতি এদিন কাজ সেরে বাড়ি ফিরতেই ফের অশান্তি শুরু করেন ছোটা লাল। রাগের বশে এক পর্যায়ে তিনি বেলনা দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। মাথা ফেটে গল গল করে বেরতে থাকে রক্ত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই ভয় পেয়ে যান ছোটা লাল। তড়িঘড়ি স্ত্রীকে নিয়ে যান হাসপাতালে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, মারধরের বিষয়টি সম্পূর্ণ গোপণ করেন ছোটা লাল। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। প্রীতি যে অফিসে কাজ করতেন, সেই অফিসের কর্ণধার তাঁদের পারিবারিক অশান্তি সম্পর্কে অবগত ছিলেন। প্রীতির মৃত্যুর খবর পেতেই সন্দেহ হয় তাঁর। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হয়। 

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পিনিয়া থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশের দাবি, জেরায় ছোটা লাল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ