Advertisement
Advertisement

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে অন্যত্র, প্রতিশোধ নিতে তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবক

প্রাণে বেঁচে গিয়েছেন ওই তরুণী।

Man in Kerala Dies After Trying to Burn the Woman he Wanted to Marry | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 29, 2022 4:41 pm
  • Updated:March 29, 2022 4:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পছন্দ করতেন একটি মেয়েকে। বিয়ে করে সংসার পাতবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু মেয়েটির বাড়ি থেকে অন্যত্র ঠিক হয় বিয়ে। সেই আঘাত সহ্য করতে পারেননি প্রেমিক। প্রেমিকাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে নিজেও আত্মঘাতী হলেন সেই যুবক। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) কোঝিকোড়ে। যদিও প্রাণে বেঁচে গিয়েছেন মেয়েটি। আত্মঘাতী যুবকটির নাম রত্নেশ।  

Advertisement

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোররাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত দুটো নাগাদ মেয়েটির বাড়িতে মই বেয়ে ওঠেন রত্নেশ। তারপরে শোওয়ার ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকেন তিনি। ঘরে ঢুকেই আগুন (Fire) ধরিয়ে দেন সেই প্রেমিক। প্রতিবেশীরা দেখেন বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগেছে বুঝতে পেরেই তাঁরা দমকলে খবর দেন।

[আরও পড়ুন: বিরাট আর বুমরাহর সম্পর্ক খারাপ করতে চাইছেন পার্থিব! নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে প্রাক্তন কিপার]

ঘরে আগুন লাগিয়ে নেমে আসেন রত্নেশ। এর পরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ছাদ থেকে নেমে এসে সারা গায়ে পেট্রল ঢেলে দেন রত্নেশ। খানিকটা পেট্রল পানও করেন বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তারপরে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। প্রেমিকার বাড়ির দরজার সামনেই মৃত্যু হয় রত্নেশের।

এই ঘটনায় প্রেমিকা এবং তাঁর পরিবারের সদস্যরা অল্পবিস্তর আহত হয়েছেন। এই ঘটনার সময়ে মেয়েটির দাদা এবং বৌদিও ছিলেন বাড়িতে। হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন তাঁরা। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসেই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল।

৪২ বছর বয়সী রত্নেশ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি মেয়েটির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই থাকতেন। মেয়েটির সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি তাঁর বাড়ির লোক। সেই আক্রোশ মেটাতেই কি এমন কাজ করলেন রত্নেশ? জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। 

[আরও পড়ুন: ‘সিনেমা নয়, কাশ্মীরি পণ্ডিতরা পুনর্বাসন চান’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সরব কেজরিওয়াল]

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ