সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইপোর সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক! জানতে পেরে স্ত্রীর উপর অত্যাচার স্বামীর। সেই রাগে ‘প্রেমিক’ ভাইপোকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে যুবকের দেহ বাড়ির পিছনে পুঁতেছিলেন স্ত্রী! ১১ মাস পর উদ্ধার যুবকের পচাগলা দেহ। পুলিশ গ্রেপ্তার করেছে ভাইপো ও স্ত্রীকে।
যুবক গুজরাটে কর্মরত ছিলেন। বাড়ি ফিরতেন ছয়-সাত মাস অন্তর। তাঁর অবর্তমানে ভাইপোর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। ২০২৪ সালে বাড়ি এসে বিষয়টি জানতে পারেন যুবক। তা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধরও করেন। পথের কাঁটা সরাতে যুবকের ভাইপো ও তাঁর স্ত্রী গত বছরের নভেম্বর মাসে যুবককে খুন করেন বলে অভিযোগ। ১১ মাস পর সেই দেহ উদ্ধার করেছে পুলিশ। কী করে উদ্ধার হল দেহ?
দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে কথা না হওয়ার যুবকের মা বউমাকে জিজ্ঞাসা করেন ছেলের বিষয়ে। কিছু না কিছু অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেতেন অভিযুক্ত বউমা। তবে আগস্ট মাসে থানায় লিখিত অভিযোগ জানান বৃদ্ধা। তদন্তে নামে পুলিশ। তারপরই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়।
পশ্চিম কানপুরের ডিসিপি দীনেশ ত্রিপাঠী বলেন, “মৃতের ভাইপোর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তা জানতে পেরে স্ত্রীর উপর অত্যাচার করতেন যুবক। ২ নভেম্বর রাতে তার স্ত্রী ও ভাইপো যুবকের চায়ে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে লোহার রড
জাতীয় ভারী কিছুর আঘাতে খুন করেন। পরে দেহ পুঁতে দেয় বাড়ির পিছনে।” পুলিশের দাবি, দুই অভিযুক্ত পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেছেন। তাঁদের গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.