Advertisement
Advertisement
Maharashtra

জমি বিবাদে মাকে ‘খুন’, আখ খেতে দেহ পুঁতল ছেলে! লাশ মিলতেই ‘আত্মঘাতী’ যুবক

দেহদুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Man murder mother over farmland dispute, then Kill him self in Maharashtra

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 10, 2025 4:02 pm
  • Updated:August 10, 2025 4:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি বিবাদ! মাকে খুন ছেলের! দেহ পুতে দেন আখ খেতে। লাশ উদ্ধার হতেই গলায় দড়ি দিয়ে ‘আত্মঘাতী’ ছেলে। দেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ। “গ্রামের ইতিহাসে অন্ধকারতম দিন”, বলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

ঘটনাটি মহারাষ্ট্রের লাতুর জেলায়। মৃত বৃদ্ধার নাম লক্ষ্মীবাই ঘুঘে। বয়স ৭০। গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই তাঁর ছেলে বাবন ঘুঘে (৪৫) চাষের জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিলেন। রাজি ছিলেন না বৃদ্ধা। এর মাঝেই নিখোঁজ হয়ে যান লক্ষ্মীবাই। গ্রামে সেই কথা চাপা থাকেনি।

বাবনদের বাড়ি থেকে কিছুটা দূরে আখ খেতে খোঁড়া মাটি দেখতে পান স্থানীয়রা। মাটি খুঁড়তেই উদ্ধার হয় বৃদ্ধার পচাগলা দেহ। খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনার কিছু পরেই বাড়ির অদূরে একটি গাছে বাবুনের ঝুলন্ত দেহ দেখতে পারেন গ্রামবাসীরা। ঘটনার আতঙ্ক ছড়ায় গ্রামে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

গ্রামবাসী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই সময় উঠে আসে জমি বিবাদের বিষয়টি। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিবাদের জেরেই মাকে খুন করেন ছেলে। দেহ পুতে দেন চাষের খেতে। এদিকে দেহ উদ্ধার হতেই গ্রেপ্তার হওয়ার ভয়ে, অনুশোচনায় আত্মহত্যা করেন বাবুন। এক পুলিশ আধিকারিক বলেন, “মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ