Advertisement
Advertisement
Andhra Pradesh

অন্ধ্রের মন্দিরের প্রসাদী লাড্ডুতে মরা আরশোলা! যুবকের অভিযোগে শোরগোল

রবিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ওই যুবক।

Man Says He Found Cockroach In Andhra Pradesh Temple Laddoo
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 30, 2025 4:55 pm
  • Updated:June 30, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসাদী লাড্ডুতে মরা আলশোলো! এক ভক্তের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শ্রীশৈলম মন্দিরের প্রসাদের লাড্ডুতে আরশোলা থাকার বিষয়টি নিয়ে রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন এক ভক্ত। সরসচন্দ্র কে নামে ওই তরুণের দাবি, প্রসাদের লাড্ডুটি ভাঙতেই ভিতর থেকে একটি আরশোলা বেরিয়ে আসে।

এই ঘটনার পর মন্দির কমিটির কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। যদিও তাঁর অভিযোগ অস্বীকার করে মন্দির কর্তৃপক্ষ। এরপরই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ওই তরুণ। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি লাড্ডু ভাঙতেই তার ভিতর থেকে একটি মরা আরশোলা বেরিয়ে আসছে। ভিডিও প্রকাশ করে ওই তরুণ জানিয়েছেন, রবিবার শ্রীশৈলম মন্দিরে যান তিনি। সেখানে গিয়ে মন্দির থেকে প্রসাদ নেন। এরপরেই ওই প্রসাদ থেতে গিয়ে লাড্ডুর ভিতর থেকে মৃত আরশোলাটি বেরিয়ে আসে।

ওই তরুণের অভিযোগ, মন্দির কমিটির গাফিলতির কারনেই এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মন্দির কমিটিকে চিঠি দিয়ে এই ঘটনার দ্রুত পদক্ষেপ নিতে আবেদন জানিয়েছেন তিনি। যদিও ওই ব্যক্তির অভিযোগ অস্বীকার করে মন্দির কমিটি জানিয়েছে, প্রসাদী লাড্ডু তৈরিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। প্রসাদ তৈরি জায়গা সবসময় পরিস্কার রাখা হয়।

কয়েকমাস আগে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও প্রসাদী লাড্ডুতে আরশোলা থাকার অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement