Advertisement
Advertisement
Uttar Pradesh

দীর্ঘদিনের বিবাদ! মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন স্ত্রী, ভরা বাজারে ‘গুলি করে খুন’ স্বামীর

অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man shoots estranged wife in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 4, 2025 4:54 pm
  • Updated:September 4, 2025 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১০ বছর ধরে স্বামী-স্ত্রীর ঝামেলা। দেড় বছর  ধরে আলাদা থাকছিলেন তাঁরা। সেই রাগে ভরা বাজারে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। মৃত যুবতীর নাম মমতা ওরফে মুক্তি চোহান। বয়স ৩০ বছর। ১৫ বছর আগে বিশ্বকর্মা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন তাঁরা। ব্যাঙ্ক রোডে একটি বেসরকারি এক সংস্থায় কাজও নিয়েছিলেন তিনি। ১৩ বছরের মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মুক্তি। অন্যদিকে, প্রাক্তন স্বামী বিশ্বকর্মা জেল রেডে একটি ভাড়াবাড়িতে থাকছিলেন।

বুধবার রাতে জেল রোডের একটি ফটোর দোকানে ফটো তুলতে যান মুক্তি। সেই সময় ঘটনাস্থলে আসেন বিশ্বকর্মা। বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় পকেট থেকে একটি দেশি পিস্তল বার করে প্রাক্তন স্ত্রীর বুক লক্ষ্য করে গুলি চালান স্বামী। মাটিতে লুটিয়ে পড়েন মুক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement