Advertisement
Advertisement
Uttar Pradesh

স্ত্রীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতেই প্রেম, জানাজানি হতেই শ্যালকের হাতে খুন জামাইবাবু

অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Man Shot Dead During Marriage Procession in Uttar Pradesh

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 24, 2025 8:09 pm
  • Updated:May 24, 2025 8:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়। শনিবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়।

Advertisement

মৃতের নাম অমিত ত্রিবেদী। বয়স ৩২ বছর। তিনি লখিমপুর খেরি জেলার বাসিন্দা। কনেপক্ষের হয়ে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে শাহজাহানপুর জেলার জেবা মুকুন্দপুর গ্রামে এসেছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় গুলিবিদ্ধ হন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, জেবা মুকুন্দপুর গ্রামেই বিয়ে হয়েছিল অমিতের। ২-৩ বছর আগে তাঁর স্ত্রী মারা যান। এরপর শ্বশুরবাড়িরই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অমিতের। সেই আক্রোশ থেকেই অমিতকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অমিতের কাকার অভিযোগের ভিত্তিতে অভিষেক ও আমন নামে দুই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে অভিষেক অমিতের মৃত স্ত্রীর ভাই। এদিকে ঘটনার পর থেকে দু’জনই পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ