Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে হাড়হিম ঘটনা, বিয়ে ও ধর্মান্তরে রাজি না হওয়ায় তরুণীকে কুপিয়ে খুন!

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Man Slits Woman's Throat At Her Home in Madhya Pradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:August 4, 2025 2:22 pm
  • Updated:August 4, 2025 2:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মান্তরে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে খুন! ৩৫ বছর বয়সি ভাগ্যশ্রী নামদেব ধানুককে কুপিয়ে হত্যা করার অভিযোগ শেখ রইস নামে এক যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপালনগর থানা এলাকার নাওয়ারা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রইস নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে ধর্মান্তর ও বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। যদিও ভাগ্যশ্রী নামে ওই মহিলা রাজি হচ্ছিলেন না। এরপরই শনিবার রাতে ভাগ্যশ্রীর বাড়িতে ঢুকে তাঁকে নির্মমভাবে হত্যা করে রইস। প্রথমে ভাগ্যশ্রীর গলা কেটে দেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে শরীরে একাধিকবার ছুরির কোপ মারা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

মৃতের বোন সুভদ্রা বাইয়ের অভিযোগ, “রইস ওকে আগেও মেরেছে, চুল ধরে টেনেছে। বিয়ের জন্য ও ধর্ম পালটানার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু আমার বোন রাজি হয়নি। তাই রাতে ঘরে ঢুকে ওর গলা কেটে দেয়।” এই ঘটনা নিয়ে বুরহানপুরের পুলিশ সুপার অন্তর সিং কানেশ জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনা নিয়ে পথে নেমেছে হিন্দু সংগঠনগুলি। এই ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে দাবি করেছে তারা। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে তারা। হিন্দু সংগঠনগুলিক দাবি, বিষয়টি নিয়ে ভাগ্যশ্রী কয়েকদিন আগেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। তারপরেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। অভিযুক্তের ফাঁসির দাবিও জানিয়েছে তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ