Advertisement
Advertisement
UttarPradesh

প্রেমে ধোঁকা! ‘শাস্তি’ দিতে প্রেমিকাকে স্ক্রু ড্রাইভারের ৩০ কোপে খুন, হাড়হিম কাণ্ড যোগীরাজ্যে

ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man stabs lover over 30 times with screwdriver in UttarPradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 3, 2025 12:48 pm
  • Updated:June 3, 2025 12:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে ধোঁকা দেওয়ায় প্রেমিকাকে খুন! স্ক্রু ডাইভার দিয়ে প্রেমিকার ওপর হামলা। কমপক্ষে ৩০ বার শরীরের বিভিন্ন অংশে কোপ বসায় অভিযুক্ত প্রেমিক। এমনকী প্রেমিকার গোপনাঙ্গেও আঘাত করা হয়। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এমন হাড়হিম করা ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির সাইরার সঙ্গে রফি নামে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে কোনও কিছু নিয়ে ঝামেলা চলছিল। সম্প্রতি প্রেমিককে মারার জন্য কয়েকজন লোক ঠিক করেছিল সাইরা। এদিকে গত শনিবার রফিও সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিল। খেতে ঘাস কাটতে গেলে সেখানে একা পেয়ে সাইরার ওপর ঝাঁপিয়ে পড়ে রফি। সেখানেই তাঁকে স্কু ডাইভার দিয়ে আঘাত করা হয়।

এদিকে মেয়ে বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে বের হন সফিনা। দীর্ঘক্ষণ খোঁজার পর একটি মন্দির থেকে কিছুটা দূরে সাইরার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। সফিনার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সতপাল এন্টিল বলেন, “গ্রামে একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ