Advertisement
Advertisement
Delhi

ছেলের জন্মদিনের উপহার ‘নাপসন্দ’, রাগে স্ত্রী-শাশুড়িকে কাঁচি দিয়ে কোপাল যুবক!

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man stabs wife and mother in law over son's birthday gift in Delhi
Published by: Subhankar Patra
  • Posted:August 31, 2025 3:58 pm
  • Updated:August 31, 2025 3:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের জন্মদিনের উপহার পছন্দ হয়নি স্বামীর। তা নিয়ে বচসা স্ত্রীর সঙ্গে। মধ্যস্থতার চেষ্টা তাঁদের বাড়িতে উপস্থিত যুবকের শাশুড়ি। যা গড়ায় হাতাহাতিতে। সেখানেই রাগের বশে স্ত্রী ও শাশুড়িকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে।

Advertisement

মৃতদের নাম প্রিয়া ও কুসুম সিংহ। প্রিয়ার সঙ্গে দিল্লির রোহিণীর সেক্টর-১৭-র বাসিন্দা যোগেশের বিয়ে হয়। ২৮ আগস্ট মেয়ের ছেলের জন্মদিন থাকায় তাঁদের বাড়িতে যান প্রিয়ার মা কুসুম। সেখানে উপহার নিয়ে ঝামেলা বাঁধে দম্পতির। অভিযোগ, সেই সময় যোগেশ ধারালো অস্ত্রের আঘাতে খুন করেন স্ত্রী ও শাশুড়িকে। আরও অভিযোগ, তাঁদের দেহ ফেলে রেখে দরজা বন্ধ করে পালিয়ে যান। 

এদিকে মা, দিদির বাড়িতে গিয়ে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর প্রিয়ার ভাই মেঘ। দিদি- মা কাউকে ফোনে না পেয়ে শনিবার দিদির বাড়িতে যান। কিন্তু দরজা বন্ধ ছিল। তাঁর কথা অনুযায়ী, দরজার সামনে চাপ চাপ রক্ত দেখতে পারেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে দু’জন মহিলার দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দলও। ঘটনাস্থল থেকে রক্তমাখা জামা ও দু’টি রক্তাক্ত কাঁচি উদ্ধার করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যোগেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া কাঁচি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে খুন করা হয়েছে। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ