সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরাজি বড্ড পাজি৷ কিছুতেই মাথায় ঢোকে না৷ শত চেষ্টা করেও কেন ঠোঁটের ডগায় আসে না? ব্যকরণের নেই কারণ৷ বোঝা দায় শব্দের ধরন-ধারণ৷ তাহলে উপায় কী? উপায় এই অভিনব শিক্ষক৷ এমন শিক্ষা পেলে, ইংরাজি শিখতে আপনিও রাজি হয়ে যাবেন৷
জানুয়ারি মাসের ৯ তারিখ পোস্ট হয় এই ভিডিওটি৷ কোথায় কীভাবে এটি তৈরি করা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ কিন্তু নাচে-গানে এমন ইংরাজি শিক্ষা ফেসবুকে পেয়ে গিয়েছে ভাইরাল তকমা৷ রা…রা…রা…রাইটের এমন গাইড পেলে আপনিও হয়তো গড়গড়িয়ে লিখতে শুরু করবেন আন্তর্জাতিক ভাষাটি৷
ফেসবুকে ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি মানুষ দেখে মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও৷ শেয়ার করেছেন অন্তত ১৪ হাজার মানুষ৷ আপনিও চাইলে এই অভিনব কায়দায় শিখে নিতে পারেন ভাষাটি৷
আরও পড়ুন –
এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের
নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.