Advertisement
Advertisement
CJI BR Gavai

সনাতন ধর্মের অপমান! প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন আইনজীবী

'এই ধরনের ঘটনা আমাকে প্রভাবিত করে না,' মন্তব্য প্রধান বিচারপতির।

A Man Throws Shoe Towards CJI BR Gavai In Supreme Court
Published by: Kishore Ghosh
  • Posted:October 6, 2025 2:09 pm
  • Updated:October 6, 2025 4:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার নাটকীয় কাণ্ডের সাক্ষী হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আইনজীবীরা। এদিন একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন! অভিযুক্তকে ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” অন্যদিকে তাঁর উপরে ‘হামলা’র ঘটনায় গাভাইয়ের মন্তব্য, ‘এই ধরনের ঘটনা আমাকে প্রভাবিত করে না।’

Advertisement

সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনেকের ধারণা ওই মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের। যদিও বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান তিনি। এমনকী বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এসব আমার উপর প্রভাব ফেলবে না। শুনানি চালিয়ে যান।”

সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেছেন। তাঁর নাম কিশোর রাকেশ। তিনি ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, “প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তিনি বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকে সম্মান করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ