Advertisement
Advertisement
Manishankar Aiyar

‘কেউ মনে করে না এই কাজ পাকিস্তানের’, পহেলগাঁও সন্ত্রাসে বিতর্কিত বয়ান কংগ্রেস নেতার

'আমরাই চেঁচাচ্ছি পাকিস্তান দায়ী', দাবি আইয়ারের।

Mani Shankar Aiyar Says No Evidence Of Pakistan's Role In Pahalgam
Published by: Amit Kumar Das
  • Posted:August 3, 2025 6:50 pm
  • Updated:August 3, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুর ঘটনায় পাক যোগ নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা মণিশংকর আইয়ার। তাঁর দাবি, ওই হামলার ঘটনায় যে পাকিস্তান যুক্ত তার কোনও প্রমাণ নেই। এমনকী ভারত যে ৩৩টি দেশে প্রতিনিধি পাঠিয়েছিল তাঁরাও এই হামলায় পাকিস্তানকে দায়ী করেনি। আইয়ারের এই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।

Advertisement

অপারেশন সিঁদুরে সরকারের সঙ্গ দেওয়া কংগ্রেস নেতা শশী থারুরকে নিশানায় নিয়ে আইয়ার বলেন, “থারুর ও তাঁর দল যে ৩৩টি দেশে সফর করেছিল, তাদের মধ্যে কোনও দেশই এই হামলায় পাকিস্তান যুক্ত বলে মনে করে না। এমনকী রাষ্ট্রসংঘ ও আমেরিকাও এই হামলায় পাকিস্তানকে দায়ী করেনি। শুধু আমরাই দেশে দেশে ঘুরে বলে বেড়িয়েছি পহেলগাঁও হামলায় পাকিস্তান যুক্ত। কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করছে না।” একইসঙ্গে সুর চড়িয়ে আইয়ার বলেন, “আমরা এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ সামনে আনতে পারিনি যাতে প্রমাণিত হয় এই হামলা পাক এজেন্সিদের মস্তিষ্কপ্রসূত। তারাই এই হামলার নেপথ্যে। আমাদের হাতে এই বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই।”

মণিশংকর আইয়ারের এহেন মন্তব্য সামনে আসার পর তাঁকে কড়া সুরে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস হয়ত জানে না এই হামলার পর রাষ্ট্রসংঘ এই ঘটনায় লস্কর-ই-তইবার শাখা টিআরএফকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কংগ্রেস হয়ত জানে না যে সন্ত্রাসবাদের জন্মভূমি পাকিস্তান। লস্কর হোক বা জইশ। তাদের জঙ্গিঘাঁটি আমরা অপারেশন সিঁদুরে ধ্বংস করেছি। এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস পাকিস্তানকে মুখপাত্র হয়ে উঠেছে এবং আমাদের সেনাবাহিনীকে অপমান করছে।”

বিজেপির আরেক মুখপাত্র সিআর কেশবন বলেন, “কংগ্রেস এবং তার নেতারা পাকিস্তানের সবচেয়ে বড় সমর্থক। ভারত-বিরোধী এবং পাকিস্তানপন্থী প্রচারণা ছড়ানোর মধ্যেই এরা এদের আসল উদ্দেশ্য খুঁজে পান। এটা সত্যিই লজ্জাজনক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement