ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআরপিএফ ক্যাম্পে হামলার পালটা অভিযানে সোমবার মণিপুরে (Manipur) মৃত্যু হয়েছে ১১ জঙ্গির। এই ঘটনায় মঙ্গলবার বন্ধের ডাক দিল কুকি গোষ্ঠী। ভোর ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মণিপুরের পাহাড়ি এলাকায় বন্ধের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, জিরিবাম জেলা-সহ আশেপাশের বেশকিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। কোনওরকম অশান্তি এড়াতে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে এলাকায়।
সোমবার জিরিবাম জেলার বোরোবাকেরা এলাকায় হামলা চালায় কুকি জঙ্গিরা। বেশকিছু বাড়িতে আগুন লাগানো হয়। এর পর জিরিবাম জেলার বোরোবাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। সেখান থেকে সিআরপিএফের ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। পর পর এই ঘটনায় পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১১ জন জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে ৪টি এসএলআর, ৩টি একে ৪৭, একটি আরপিজি-সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই হামলায় আহত হন দুই সিআরপিএফ জওয়ান। অন্যদিকে, কুকিরা ৫ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেলে বলে জানা যাচ্ছে।
এই ঘটনার পর কুকি-জো কাউন্সিলের তরফে সোমবার এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘আজ সিআরপিএফ জওয়ানদের হাতে শহিদ হয়েছেন আমাদের ১১ জন গ্রাম সয়ংসেবক। এই দুঃখজনক ঘটনায় মৃতদের সম্মানে কুকি-জো পরিষদ মঙ্গলবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ বন্ধের ডাক দিয়েছে। সকলে অনুরোধ করা হচ্ছে মৃতদের প্রতি সম্মানে এই বন্ধ পালন করার জন্য।’ অন্যদিকে, প্রশাসনের তরফে এলাকায় জারি করা হয়েছে কারফিউ। করা নির্দেশিকায় জানানো হয়েছে, এলাকায় কেউ যেন জমায়েত না করেন।
এদিকে আরও জানা যাচ্ছে, গত তিন ধরে মণিপুরের নানা জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ বাজেয়াপ্ত করেছে নিরাপত্তাবাহিনী। সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে পম্পি গান, গ্রেনেড, ছোট মর্টার, এসএলআর রাইফেল, .৩০৩ রাইফেল-সহ আরও নানা ধরনের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই সব অস্ত্র তুলে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের হাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.