Advertisement
Advertisement
Manish Sisodia

ফের বিপাকে মণীশ-সত্যেন্দ্র! নয়া মামলায় সমন পাঠাল দুর্নীতি দমন শাখা

নতুন করে ২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে।

Manish Sisodia and Satyendar Jain summond by ACB
Published by: Amit Kumar Das
  • Posted:June 4, 2025 8:59 am
  • Updated:June 4, 2025 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় ফের বিপাকে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ দুই নেতৃত্ব। মন্ত্রীপদে থাকাকালীন ২ হাজার কোটির দুর্নীতির অভিযোগে এবার মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল দুর্নীতি দমন শাখা (এবিসি)। অভিযোগ দিল্লির সরকারি স্কুলে ক্লাসরুম নির্মাণের নামে এই বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগে গত এপ্রিল মাসে এফআইআর দায়ের করা হয়। সেই মামলাতেই এবার চাপ বাড়ল মণীশ-সত্যেন্দ্রর।

দুর্নীতি দমন শাখার দাবি অনুযায়ী, মণীশ সিসোদিয়া দিল্লির শিক্ষামন্ত্রী থাকাকালীন সরকারি স্কুলের মানোন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছিল। সেই সময়ে ১২ হাজার ৭৪৮টি ক্লাসরুম নতুন করে নির্মাণের বরাত দেওয়া হয়। যার প্রতিটি ক্লাসরুম নির্মাণে খরচ হিসেবে বরাদ্দ হয় ২৪.৮৬ লক্ষ টাকা। যা স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি। যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ দেখানো হয় আপ সরকারের তরফে। যে ৩৪ জন ঠিকাদারকে বরাত দেওয়া হয় তাঁরাও আপের সঙ্গে জড়িত। তৎকালীন সরকারের তরফে এই বরাতের সঙ্গে শর্ত দেওয়া হয় ২০১৬ সালের জুনের মধ্যে ক্লাসরুমগুলি নির্মাণ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে একটিও কাজ সম্পন্ন হয়নি।

তদন্তকারীদের দাবি, ২ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের দুর্নীতি হয়েছে। বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে গত ৩০ এপ্রিল এই মামলায় এফআইআর দায়ের করে এবিসি। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ জুন তলব এবিসি দপ্তরে তলব করা হয়েছে সত্যেন্দ্র জৈনকে। পাশাপাশি ৯ জুন ডাকা হয়েছে মণীশকে। এদিকে এই মামলায় শুধু মণীশ বা সত্যেন্দ্র নয়, তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, এই ঘটনায় কেজরিওয়ালকেও জিজ্ঞাসাবাদ করা উচিত তদন্তকারীদের।

উল্লেখ্য, আবগারি মামলায় এমনিতেই বিপাকে দিল্লিতে প্রাক্তন আপ সরকার। খোদ অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কার্যত অর্ধেক মন্ত্রিসভা এই মামলায় জেলে গিয়েছিল। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর শেষে জামিনে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের মতো নেতারা। এবার নয়া মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন আপের শীর্ষ নেতৃত্বরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement