Advertisement
Advertisement
Cross-voting in vice-presidential polls

উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং! ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে’, জোরাল দাবি কংগ্রেস সাংসদের

কারা বেইমানি করল? জানতে চান কংগ্রেস সাংসদ।

Manish Tewari demands probe into INDIA bloc cross-voting in vice-presidential polls
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2025 11:59 am
  • Updated:September 11, 2025 11:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয়ের পর বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেছিলেন, বিরোধী সাংসদদের ভোট কিনতে বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল। এক একজনের ভোট কিনতে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। এবার এই নিয়ে তদন্তের দাবি করলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাঁর দাবি, কারা ক্রস ভোট দিলেন ইন্ডিয়া জোটের অন্দরেই সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়ার উচিত।

Advertisement

চণ্ডীগড়ের কংগ্রেস সাংসদের কথায়, “যদি সত্যিই ক্রস ভোট হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া জোটের প্রত্যেক সদস্যের উচিত এর তদন্ত করা। ক্রস ভোটিং গুরুতর সমস্যা।” তাঁর দাবি, একেবারে পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে।

উপরাষ্ট্রপতি ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট। তাঁর জয় নিয়ে কোনও সংশয় ছিল না। খাতায়কলমে এনডিএর পক্ষে ছিল ৪২৭টি ভোট। পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের ১১টি ভোট পেয়েছে এনডিএ শিবির। সব মিলিয়ে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা ছিল ৪৩৮টি। সেখানে ফলপ্রকাশের পর দেখা যায় তিনি পেয়েছেন ৪৫২টি ভোট। হিসাব মিলছে না অতিরিক্ত ১৪টি ভোটের। অন্যদিকে, বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন মাত্র ৩০০ ভোট। সেখানে বিরোধী শিবিরের ৩২১ ভোট পাওয়ার কথা ছিল। আবার বাতিলও হয় ১৫টি ভোট। স্বাভাবিকভাবেই ক্রস ভোটিংয়ের প্রশ্ন উঠেছে।

বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের ফাটল প্রকাশ্যে এসেছে। খোদ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সোশাল মিডিয়ায় ঘটা করে ক্রস ভোট করা সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি নেতারা বলছেন, শুধু ক্রস ভোট নয়, যে সব ভোট বাতিল হয়েছে সেগুলিও উদ্দেশ্যপ্রণোদিত। মণীশ তিওয়ারি বলছেন, এই অভিযোগ গুরুতর। কারা কারা বেইমানি করল তদন্ত করে দেখা উচিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ