ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ থেকে উপার্জন হয়েছে ৩৪ কোটি ১৩ লক্ষ টাকা। শুক্রবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল মোদি সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান।
তিনি জানিয়েছেন, আকাশবাণী প্রযোজিত এই অনুষ্ঠানের সম্প্রচারে কোনও অতিরিক্ত টাকা খরচ হয়নি। বরং তা থেকে ৩৪.১৩ কোটি টাকা উপার্জন করেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ৩ অক্টোবর প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই অনুষ্ঠান।
এদিন মুরুগান জানিয়েছেন, দেশের জনতার একটি বড় অংশ প্রতি মাসের শেষ রবিবার অল রেডিও ইন্ডিয়া সম্প্রচারিত ‘মন কি বাত’ শোনে রেডিওয়। এর পাশাপাশি দূরদর্শনের জাতীয় ও নানা আঞ্চলিক চ্যানেলগুলিতেও তা সম্প্রচারিত হয়। সেই সঙ্গেই তিনি আরও জানান, ডিডি ফ্রি ডিশের অফার অনুযায়ী ৪৮টি আকাশবাণী রেডিও চ্যানেল এবং ৯২টি টিভি চ্যানেলে তা সম্প্রচারিত হয়। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও ‘মন কি বাত’ শুনতে পান বহু মানুষ। এছাড়াও পিএমও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল এবং প্রসারভারতীর ওটিটি মঞ্চ ওয়েভসেও তা শোনা যায়। মোবাইল অ্যাপ ‘নিউজঅনএয়ার’-এও তা শোনা যায়।
প্রসঙ্গত, গত মাসের শেষ রবিবার ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের সাম্প্রতিকতম পর্ব। সেখানে বাংলার অগ্নিযুগের অন্যতম বিপ্লবীকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে স্বাধীনতা আন্দোলনে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন তিনি। তখনই ক্ষুদিরাম বসুকে দেশপ্রেমের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.