Advertisement
Advertisement
Jharkhand

ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর দাবি বিজেপি সাংসদের

দুর্ঘটনার মৃতরা সবাই কানওয়ার যাত্রী বলে জানা গিয়েছে।

Many Kanwariyas killed in road accident in Jharkhand

দুর্ঘটনাগ্রস্ত বাস

Published by: Amit Kumar Das
  • Posted:July 29, 2025 10:32 am
  • Updated:July 29, 2025 10:58 am   

শেখর চন্দ্র: তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘরে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে অন্তত ৯ জন কানওয়ার যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২০ জন। যদিও বিহারের সাংসদ নিশাকান্ত দুবের দাবি, এই দুর্ঘটনার জেরে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪.৩০টা নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। স্থানীয়দের তরফে মোহনপুর থানাকে এই ঘটনার কথা জানালে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশবাহিনী। আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্রকুমার সিনহা সংবাদমাধ্যমকে জানান, “৩২ আসন বিশিষ্ট ওই বাস ভর্তি ছিল পুণ্যার্থীতে। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে দেওঘরের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, ‘শ্রাবণ মাসে পবিত্র কানওয়ার যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে ১৮ জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আজ সকালে দেওঘরের মোহনপুর ব্লকের জামুনিয়া চকের কাছে বাস দুর্ঘটনায় কানওয়ার যাত্রী ভক্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসার পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করছে। বাবা বৈদ্যনাথ দুর্ঘটনায় নিহত ভক্তদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলিকে এই প্রিয়জন হারানোর বেদনা সহ্য করার শক্তি দিন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ