Advertisement
Advertisement
Maoist

মাথার দাম ছিল ৫ লক্ষ, পালামৌয়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার

এই অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও এক মাওবাদী কমান্ডার।

Maoist with rupees 5 lakh bounty killed in Jharkhand gunfight

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:May 26, 2025 11:21 am
  • Updated:May 26, 2025 11:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। নিরাপত্তাবাহিনীর অভিযানে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় পালামৌয়ের জঙ্গলে খতম হল আরও এক মাওবাদী কমান্ডার। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে পালামৌয়ের ডিআইজি। এই অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও এক মাওবাদী কমান্ডার।

Advertisement

পালামৌয়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ওয়াই এস রমেশ সাংবাদিকদের জানান, রবিবার রাতে এই অভিযান চলে মহুয়াদাড় থানা এলাকায়। দৌনা জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর মণীশ যাদব নামে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি কুনদান খেড়ওয়াড় নামে আর এক মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নিয়ে গত ৩ দিনে ঝাড়খণ্ডে মৃত্যু হল তিন শীর্ষ মাওবাদী নেতার। এই তালিকায় রয়েছে মাওবাদী নেতা পাপ্পু লোহরা। ঝাড়খণ্ডের জনমুক্তি পরিষদের প্রধান এই পাপ্পু। যার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঝাড়খণ্ডের পাশাপাশি লাল সন্ত্রাসকে শেষ করতে ছত্তিশগড়েও জোরকদমে শুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর অভিযান।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ