ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তাবাহিনীর অভিযানের পালটা এবার সাধারণ গ্রামবাসীদের নিশানা মাওবাদীদের। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দুই সাধারণ গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে বিজাপুর পুলিশ। রবিবারই দু’দিনের সফরে রায়পুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে মাওবাদীদের এই হামলার ঘটনায় সতর্ক হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিজাপুর জেলার পামেদ থানা এলাকার দুই গ্রামে হামলা চালিয়েছে মাওবাদীরা। সেন্দ্রাবোর ও আয়েমপুর গ্রামে বেছে বেছে দু’জনকে খুন করে মাওবাদীরা। কী কারণে তাঁদের হত্যা করা হল তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুলিশের চর সন্দেহে এই হামলা চালানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এসে মাওবাদীরা এই হামলা চালিয়েছে তা জানার চেষ্টা চলছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। এদিকে এই হামলা এমন সময়ে ঘটল যখন ছত্তিশগড় সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, রবিবার দুপুরে দু’দিনের সফরে রায়পুর আসছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর লাগাতার হামলার মুখে পড়ে পালটা গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা।
গত ১৭ জুন একই ছকে মাওবাদীরা হামলা চালিয়েছিল ছত্তিশগড়ের বিজাপুর জেলার পেদ্দাকোরমা বিজাপুর গ্রামে। সেই হামলায় ৩ গ্রামবাসী-সহ ১৩ বছরের এক নাবালককে হত্যা করে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.