Advertisement
Advertisement
Uttar Pradesh

তিরিশের গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ কিশোর! দেখে ফেলার ‘শাস্তি’, শ্বাসরোধ করে খুন ৬ বছরের শিশুকে

পুলিশের দাবি, ইতিমধ্যেই অপরাধ কবুল করেছে অভিযুক্তরা।

Married Uttar Pradesh Woman, Teen Lover Kill Girl Who Saw Them In Compromising Position

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:September 7, 2025 3:42 pm
  • Updated:September 7, 2025 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল এক গৃহবধূ ও তাঁর নাবালক প্রেমিকের বিরুদ্ধে। দাবি, তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলার কারণেই নাকি হত্যা করা হয়েছে ওই শিশুটিকে। উত্তরপ্রদেশের সিকান্দ্রা রাও থানা এলাকার একটি গ্রামে এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।

Advertisement

ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, শিশুটির বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। কিন্তু হঠাৎই সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর দেড়টা নাগাদ এক পরিত্যক্ত কুয়ো থেকে পাটের ব্যাগে গলায় কাপড় বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ করার ফলেই মৃত্যু হয়েছে তার।

ঠিক কী হয়েছিল? পুলিশের দাবি, তদন্তকারীদের কাছে অভিযুক্ত মহিলা নিজের অপরাধ কবুল করেছেন। তিনি নাকি জানিয়েছেন, তাঁর সঙ্গে ওই কিশোরের প্রায় মাস তিনেকের সম্পর্ক। ঘটনার দিন স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকায় প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন তিনি। হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে ওই ৬ বছরের শিশুকন্যা। দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় সেই কথা সকলকে বলে দেওয়ার হুমকিও দেয়। পুলিশের দাবি, এরপরই ওই মহিলা ও তাঁর নাবালক প্রেমিক ছোট্ট মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে। তারপর প্রমাণ লোপাট করতে দেহ কুয়োয় ফেলে দেয়।

কিন্তু শেষপর্যন্ত কীভাবে সন্দেহের তির গেল অভিযুক্তদের দিকে? পুলিশ ওই মহিলার হাতে একটি ক্ষতচিহ্ন লক্ষ করে। মনে করা হচ্ছে, ধস্তাধ্বস্তির সময় ওই শিশুটির কামড়েই ওই দাগ সৃষ্টি হয়েছে। পরে মহিলা নাকি তা স্বীকারও করে নেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সেটাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement