সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ অ্যাক্ট)-এ জইশ প্রধান মাসুদ আজহার, লস্কর প্রধান হাফিজ সইদ, ডন দাউদ ইব্রাহিমকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল মোদি সরকার৷ মুম্বই হামলার অন্যতম মূলচক্রি জঙ্গি জাকিউর রহমান লাকভিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করল নয়াদিল্লি৷ বুধবার এই ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷
[ আরও পড়ুন: ভাত ছেড়েছিলেন উদ্বাস্তুদের জন্য, আজও চা-বিস্কুট খেয়ে দিন কাটান শতায়ু অরুণাদেবী ]
মন্ত্রের তরফে জারি করা নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে, নাশকতামূলক কাজকর্মে প্রত্যক্ষ মদত রয়েছে জঙ্গি হাফিজ সইদ, মৌলানা মাসুদ আজহার-সহ বাকিদের৷ তাই ইউএপিএ অ্যাক্টে এদের সকলকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করা হয়েছে৷ সূত্রের খবর, পরবর্তীকালে প্রমাণ সাপেক্ষে এবং এই আইন ব্যবহার করে দেশবিরোধী কাজে যুক্ত আরও বেশ কয়েকজনকে এই তকমা দিতে পারে কেন্দ্র৷
[ আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বানভাসী মুম্বই, পণ্ড গণেশ উৎসব ]
গতমাসেই ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ অ্যাক্ট) পাশ করেছে কেন্দ্র৷ নয়া আইন অনুযায়ী, যে কোনও ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে সন্ত্রাসবাদী তকমা দেওয়া যাবে। এমনকী তাদের গ্রেপ্তারও করা যাবে। সেই ব্যক্তি যদি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নাও থাকে, তাতেও তাঁকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে গণ্য করার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হাতে। অভিযুক্তের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারী সংস্থা৷
প্রসঙ্গত, মুম্বই হামলার পরেই হাফইজ সইদকে কালো তালিকাভুক্ত করে রাষ্ট্রসংঘ। জঙ্গি নেতা হাফিজ এই তালিকা থেকে তাঁর নাম সরানোর আবেদন করলেও, তাতে কর্ণপাত করেনি রাষ্ট্রসংঘ৷ আবেদন খারিজ করে দেয় রাষ্ট্রসংঘের ১২৬৭ স্যাংকশন কমিটি। অন্যদিকে চিন ও পাকিস্তানের বাধা সত্ত্বেও মাসুজ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়েছে রাষ্ট্রসংঘও।
Masood Azhar, Hafiz Saeed, Dawood Ibrahim,Zaki-ur-Rehman Lakhvi declared terrorists under the amended Unlawful Activities (Prevention) Act
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.