Advertisement
Advertisement
Delhi

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে ৭ তলা থেকে লাফ, মৃত অন্তত ৩

আগুন নেভাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন।

Massive fire erupts in Delhi building, 3 killed
Published by: Amit Kumar Das
  • Posted:June 10, 2025 1:02 pm
  • Updated:June 10, 2025 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এক বহুতলে। অগ্নিকাণ্ডের জেরে ৭ তলা ওই বহুতল থেকে প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপ। ঘটনার জেরে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঝাঁপ দিয়ে আহত হয়েছেন আরও একাধিক জন। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দিল্লির দ্বারকার সেক্টর-১৩ তে। ৭ তলা ওই আবাসনের উপরের তলা দাউদাউ করে জ্বলতে দেখা যায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। প্রাণে বাঁচতে ৭ তলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন। অত উপর থেকে নিচে লাফ দেওয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ওই আবাসনের ভিতরে ২ থেকে ৩ জন আটকে রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। তবে অত উপরে আগুন লাগার ফলে তা নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকে। ঘটনায় আশেপাশের অঞ্চলের বাসিন্দারাও রীতিমতো আতঙ্কিত। দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা নাগাদ এমআরবি স্কুলের পাশে ওই বহুতলে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। দমকলের ৮টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে। যদিও কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। আপাতত আগুন নেভানো ও ভিতরে আটকে থাকা বাসিন্দাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement