Advertisement
Advertisement
Mayawati

ভাইপোতেই আস্থা, আকাশ আনন্দকে দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করলেন পিসি মায়াবতী

আকাশকে নিয়ে রীতিমতো লুকোচুরি খেলছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

Mayawati appoints nephew Akash Anand as BSP national convenor

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2025 4:04 pm
  • Updated:August 30, 2025 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইপোতেই আস্থা। আকাশ আনন্দকে বিএসপির ন্যাশনাল কনভেনর করলেন দলের সুপ্রিমো মায়াবতী। খাতায়কলমে বিএসপির দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সে অর্থে দেখতে গেলে ভাইপোকে দলের সেকেন্ড ইন কম্যান্ড করে দিলেন মায়াবতী।

Advertisement

বিএসপির উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি বিশ্বনাথ পাল মায়াবতীর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। অবশ্য মায়াবতীর আকাশকে দলের গুরুত্বপূর্ণ পদে আনা বা রাতারাতি তাঁকে ছেঁটে ফেলা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার দলের গুরুত্বপূর্ণ পদে তাঁকে এনে আবার পরে ছাঁটাই করা হয়েছে। তবে দলের একাংশের মত, এবার আর বেহেনজি তেমন কিছু করবেন না। দলের দৈনদশা ঘোচাতে তরুণ আকাশের উপরই ভরসা রাখছেন তিনি। আকাশকে দলের ন্যশনাল কনভেনর করার অর্থ, আগামী দিনে তিনিই যে মায়াবতীর উত্তরসূরি হবেন সেটাও স্পষ্ট হয়ে গেল।

গত বছরের শেষের দিকেই বিএসপিতে লং জাম্প দেন তিরিশের কোঠায় পা রাখা আকাশ। ডিসেম্বর মাসে এক দলীয় বৈঠকে মায়াবতী ঘোষণা করেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো। বিএসপি সুপ্রিমো হিসাবে তাঁর উত্তরসূরি যে ভাইপো আকাশ আনন্দই হতে চলেছেন সেটাও বুঝিয়ে দেন মায়াবতী। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেন বেহেনজি।

তাৎপর্যপূর্ণভাবে দলে আকাশের গুরুত্ব এভাবে বেড়ে যাওয়ায় আপত্তি ছিল বিএসপির বহু নেতারই। তাঁদের অনেককেই সাসপেন্ডও করা হয়। এবার লোকসভা ভোটেও অনেক ক্ষেত্রে মায়াবতীকে ছাপিয়ে বিএসপির মুখ হিসাবে উঠে আসছিলেন আকাশ। বিজেপিকে রীতিমতো কড়া সুরে আক্রমণ করছিলেন তিনি। যা নিয়ে দলের অন্দরে অস্বস্তি ছিল। অনেক নেতাই আকাশের এই উত্তরণ মানতে পারছিলেন না। শেষে আচমকা তাঁকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কয়েক মাস বাদেই দলে স্বমহিমায় প্রত্যাবর্তন হয় আকাশের। তাঁকে ন্যাশনাল কো অর্ডিনেটর করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement