সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছিলেন, অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ভারতবাসী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের জীবনের অংশ হিসাবে দেখতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী যে জোর গলায় এই দাবি করতে পারছেন, সেটার নেপথ্যে অবশ্যই অনেকটা কৃতিত্ব আছে এই অপারেশনের লোগো-তে। এত নিখুঁতভাবে বার্তাবহ ওই লোগো তৈরি হয়েছে যে সেটা সেনার এই অপারেশনকে জনমানসে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছে।
আসলে অপারেশনের নামে থাকা সিঁদুর শব্দ ও লোগো ভারতীয়দের মন ছুঁয়ে গিয়েছে। সেনা অভিযানের পরেই জানা গিয়েছিল ‘অপারেশন সিঁদুর’-এর নাম বেছে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই অপারেশনের লোগোটি তিনি বানাননি। কোনও পেশাদার সংস্থাকে দিয়ে যে এটা বানানো হয়নি, সেটা বলাই বাহুল্য। আসলে সেনারই দুই আধিকারিক রয়েছেন ওই মন ছুঁয়ে লোগোর নেপথ্যে। লোগোটির ডিজাইন করেছেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। সেনার দপ্তরে বসেই তৈরি হয়েছে ওই লোগো।
কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রংয়ের ব্লক লেটারে লেখা অপারেশন সিঁদুর। ইংরাজিতে সিঁদুরের একটি O অক্ষর যেন পুরোটাই সিঁদুরের কৌটো। যে কৌটো থেকে কিছুটা সিঁদুর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পাশের O অক্ষরও ওই সিঁদুর ছড়িয়ে পড়েছে। ওই লোগোটি সব মহলে প্রশংসিত। এতদিন পর্যন্ত সেনা অপারেশন সাধারণত হয়ে আসছে সেনার সঙ্গে সম্পর্কিত বিভিন্নরকম শব্দে। কিন্তু এই প্রথম সেই নাম রাখা হল হিন্দুদের ধর্মাচরণের সঙ্গে মিলিয়ে। অপারেশন সিঁদুরের ওই লোগো ৯ কোটির বেশি মানুষ এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে প্রায় ৫১ কোটি মানুষ এই ডিজাইনকে পছন্দ করেছেন।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.