Advertisement
Advertisement
Mehbooba Mufti

‘কাশ্মীরে ফিরুক কাশ্মীরি পণ্ডিতরা’, ঘরছাড়াদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার মেহবুবা

পুনর্বাসনের রোডম্যাপও দিলেন মেহবুবা।

Mehbooba Mufti seeks dignified return of kashmiri pandits
Published by: Amit Kumar Das
  • Posted:June 2, 2025 5:54 pm
  • Updated:June 3, 2025 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ নৃশংসতার কবলে পড়ে নয়ের দশকে ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। তাঁদের পুনরায় নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। সোমবার উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করে মুফতির আবেদন, কাশ্মীরের মাটিতে ফের পণ্ডিত সম্প্রদায়ের মানুষকে স্থায়ী পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করুক ভারত সরকার। গোটা প্রক্রিয়ায় কীভাবে সম্পন্ন করা উচিত তার প্রাথমিক রোডম্যাপও রাজভবনের কাছে পেশ করা হয়েছে পিডিপির তরফে।

Advertisement

নিজের প্রস্তাবপত্রে মেহবুবা লিখেছেন, ‘এই প্রস্তাব রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সম্মিলিত মানবিক আবেদন। নৈতিকভাবে এই পদক্ষেপ করা উচিত সরকারের। আমাদের পণ্ডিত ভাই-বোনেরা অত্যন্ত দুঃখজনকভাবে তাঁদের মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাঁদের নিরাপদে ও স্থায়ীভাবে ফেরার সুযোগ করে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব।’ মেহবুবা আরও লিখেছেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত রাজনৈতিকদল তাঁদের ফিরিয়ে আনার বিষয়টি বরাবর সমর্থন করেছে। তাঁদের ফিরে আসা ও আমাদের পুনর্মিলন কাশ্মীরকে শান্তিপূর্ণ সহাবস্থান জাতি-ধর্ম নির্বিশেষে এক নজির তৈরি করবে।’

পিডিপি প্রধান কাশ্মীরি পণ্ডিতদের ফেরাতে (Return of Kashmiri Pandits) যে রোডম্যাপ তৈরি করেছেন সেখানে বলা হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের ফেরাতে সরকার যে নীতি তৈরি করবে তা যেন পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি ও বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। রাজভবনকে দেওয়া প্রস্তাবপত্রে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের সমস্ত সম্প্রদায়, সুশীল সমাজ, স্থানীয় নেতৃত্ব এবং সমস্ত প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করুক সরকার। মেহবুবার (Mehbooba Mufti) দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আমরা কাশ্মীরের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে সব ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। নিজের মাটিতে কেউ নিজেকে বিছিন্নবোধ করবে না। উপরাজ্যপালের পাশাপাশি এই প্রস্তাবপত্রের কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement