Advertisement
Advertisement
Hygiene Policy for Girls

স্কুলছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্যনীতি তৈরি কেন্দ্রের, পৃথক শৌচালয়ে শীর্ষে বাংলা

দেশের ৯৭.৫ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় রয়েছে। ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন কংগ্রেস নেত্রী তথা সমাজকর্মী জয়া ঠাকুর।

Menstrual hygiene policy for girls in school approved by Center
Published by: Kishore Ghosh
  • Posted:November 13, 2024 3:06 pm
  • Updated:November 13, 2024 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল-ছাত্রীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্যনীতি তৈরি করেছে কেন্দ্র। সেই নীতিতে সবুজ সংকেতও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একটি জনস্বার্থ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত বছরের এপ্রিলে এই নীতি প্রস্তুত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই ঋতুকালীন স্বাস্থ্যনীতিতে অনুমোদন দিয়েছে স্বাস্থ‌্যমন্ত্রক।

উল্লেখ‌্য, এই মামলায় আগের শুনানিতেই কেন্দ্র জানিয়েছিল, দেশের ৯৭.৫ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বড় রাজ্যগুলির মধ্যে পৃথক শৌচালয়ের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের ৯৯.৯ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের বন্দোবস্ত রয়েছে। দিল্লি, গোয়া এবং পুদুচেরির প্রতিটি স্কুলে মেয়েদের জন‌্য আলাদা শৌচালয় রয়েছে। এই স্বাস্থ‌্যনীতি প্রসঙ্গে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, এই নীতির লক্ষ্য সমাজে সুরক্ষিত ঋতুকালীন স্বাস্থ্যবিধির অনুশীলন চালু করা। পাশাপাশি ঋতুকালীন বর্জ্যের পরিবেশবান্ধব ব্যবস্থাপনার দিকেও জোর দেওয়া হয়েছে।

ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন কংগ্রেস নেত্রী তথা সমাজকর্মী জয়া ঠাকুর। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড কেন্দ্র বিলি করুক বলে আর্জি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রতিটি সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি স্কুলেও ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের বন্দোবস্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement