Advertisement
Advertisement
Assam

অসমে জেলের মধ্যে টেনেহিঁচড়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণ! অভিযুক্ত ২ ওয়ার্ডেন

অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

Mentally Challenged Woman Dragged Into Jail Compound By Guards and Physically Abused In Assam
Published by: Kishore Ghosh
  • Posted:May 24, 2025 5:33 pm
  • Updated:May 24, 2025 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে জেলের ভিতরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণ। অভিযুক্ত শ্রীভূমি জেলার কারাগারের দুই নিরাপত্তারক্ষী। তাঁরা ওই মহিলাকে টেনেহিঁচড়ে জেলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে দুই নিরাপত্তারক্ষীকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীভূমির ওই কারাগারে মানসিক ভারসাম্যহীন মহিলার উপর নির্যাতন চালায় দুই ওয়ার্ডেন। অভিযুক্ত হরেশ্বর কালিটা এবং গজেন্দ্র কালিটা গুয়াহাটির বাসিন্দা। ৪৫ থেকে ৫০ বছরের মধ্য়ে বয়স। ঘটনার তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, “দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা রাস্তায় একা ছিলেন, সেই সুযোগ কাজে লাগিয়েছে অভিযুক্তরা।”

পুলিশ আধিকারিক আরও জানান, খবর মেলা মাত্র ঘটনাস্থলে পৌঁছাই আমরা। অভিযুক্তদের হেফাজতে নিই। দায়ের হয় মামলা। খুব শিগগির দুই ব্যক্তিকে আদালতে তোলা হবে। এদিকে জেলের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় মুখ পুড়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement