সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল রাজধানী। আকাশে হঠাৎ এক ঝলক আলো, তারপরই মিলিয়ে গেল অন্ধকারে। আচমকা ওই দৃশ্য চোখে পড়তে, চমকে ওঠেন দিল্লি বাসিন্দারা। জানা যায়, আদতে উল্কাবৃষ্টি জেরেই এভাবে আকাশ আলোকিত হয়ে উঠেছিল। অনেকেই সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।
দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, আলিগড় সহ একাধিক শহর থেকে শুক্রবার রাতে ওই দৃশ্য চোখে পড়ে। খালি চোখেই মাঝ আকাশে ওই আলোর ঝলকানি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়া ভরে যায় ওই ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে আতসবাজির মতো আকাশের বুক চিরে ওই আলোর খেলা চলছে। তারপর সেটা ছোট ছোট আলোর টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন এত উজ্জ্বল উল্কাবৃষ্টি আগে কখনও দেখা যায়নি।
মহাকাশ গবেষকরা বলছেন, এটা আসলে একটা বিশেষ ধরনের উল্কাপাত। উল্কাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে তীব্র ঘর্ষণে ও উত্তাপে এভাবে আগুনের আকার নেয়। উল্কাপাত কোনও আশ্চর্য বা বিরল ঘটনা নয়, তবে, এত উজ্জ্বল উল্কাবৃষ্টি বোধ হয় খুব বেশি দেখা যায় না। তবে এই উল্কাপাতে কোথাও কোনও ক্ষতি হয়নি। সবটাই মাটিতে পড়ার আগে ছাই হয়ে গিয়েছে।
Just witnessed this incredible fire streak in the night sky
Looks like a meteor or maybe part of a rocket burning up in the atmosphere nature’s own light show from my rooftop.
Did anyone else spot it too?— Ujjwal Yadav (@ujjwal1710)
আমেরিকার মেটিওর সোশ্যাইটি আগেই জানিয়েছিল, সেপ্টেম্বরে বিভিন্ন জায়গায় উল্কাপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দিল্লিতে তারই প্রমাণ মিলল। দিল্লিতে ওই দৃশ্য অবশ্য কয়েক সেকেন্ডের জন্যই স্থায়ী হয়েছিল। কেউ কেউ এক অদ্ভুত শব্দও শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন সোশাল মিডিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.