অর্ণব আইচ: জম্মু ও কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনাগ্রস্ত সেনা বাসে থাকা জওয়ানদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। শুক্রবার সকাল এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। এরপরই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এমআই-১৭। সেই হেলিকপ্টারেই হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত জওয়ানদের।
জানা গিয়েছে, এদিন বসন্তগড়ের কাছেই বাসটি আচমকাই পিছলে খাদে পড়ে যায়। এরপরই সেখানে আটকে থাকা জওয়ানদের উদ্ধারে খবর যায় ভারতীয় বায়ুসেনার কাছে। মাত্র ৩৫ মিনিটেই দ্রুত সেখানে হাজির হয়ে যায় এমআই-১৭। এরপর তাঁদের উড়িয়ে নিয়ে বিভিন্ন শাটেলে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক দ্রুততায় এই উদ্ধারকাজ চালানোর ঘটনা বায়ুসেনার অটল প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
মিল এমআই-১৭ (ন্যাটো রিপোর্টিং নাম: হিপ) হল একটি সোভিয়েত-নকশাকৃত রাশিয়ান সামরিক হেলিকপ্টার পরিবার যা ১৯৭৫ সালে চালু করা হয়েছিল (এমআই-৮এম), যা ২০২৪ সাল থেকে রাশিয়ার কাজান এবং উলান-উডেতে দুটি কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছে। রাশিয়ান পরিষেবায় এটি এমআই-৮এম সিরিজ নামে পরিচিত। হেলিকপ্টারটি বেশিরভাগ ক্ষেত্রে মাঝারি টুইন-টারবাইন পরিবহন হেলিকপ্টার হিসাবে ব্যবহৃত হয়, পাশাপাশি একটি সশস্ত্র গানশিপ সংস্করণও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.