সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণের ছায়া এবার মহারাষ্ট্রে মারাঠির পরিবর্তে হিন্দি ভাষায় কথা বলায় বেধড়ক মারধোর করা হল এক পরিযায়ী গাড়ি চালককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার স্টেশন সংলগ্ন এলাকায়। বেধড়ক মারের পর ওই যুবককে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে শিবসেনা (উদ্ধব) ও রাজ ঠাকরের নবনির্মাণ সেনার সমর্থকরা। ঘটনা সামনে আসতে বিতর্ক চরম আকার নিয়েছে।
জানা গিয়েছে, এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে গোটা ঘটনার সূত্রপাত। ওই ভিডিওতে উত্তরপ্রদেশের ভাবেশ পডোলিয়া নামে এক যুবককে দেখা যায় অন্য একজন যুবকের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলবেন না বলে তর্ক করছেন। ভোজপুরী ও হিন্দি ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে ভাবেশকে। রীতিমতো সুর চড়িয়ে তিনি বলছেন, ‘হিন্দি ভাষাতেই কথা বলব।’ এই ভিডিও ভাইরাল হতেই তেলেবেগুনে জ্বলে ওঠে স্থানীয় সংগঠনগুলি। তাঁর মন্তব্য, মারাঠি অস্মিতাকে অপমান বলে অভিযোগ করা হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই ভিডিওর সূত্র ধরে গত শনিবার রেল স্টেশনের বাইরে ভাবেশকে ঘিরে ধরে শিবসেনা (উদ্ধব) ও এমএনএস সমর্থকরা। ছিলেন মহিলা সমর্থকরাও। সেখানে ব্যাপক মারধোর করা হয় যুবককে। চলে এলোপাথাড়ি চড়-থাপ্পড়। এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয় উত্তরপ্রদেশের ওই যুবককে। গোটা ঘটনায় শিবসেনার (উদ্ধব) বিরার শহরের প্রধান উদয় যাদব বলেন, “যদি কেউ মারাঠি ভাষা, মহারাষ্ট্র ও মারাঠি মানুষকে অপমান করেন তাহলে তাঁকে শিবসেনার স্টাইলে জবাব দেওয়া হবে। আমরা ওই চালককে ক্ষমা চাইতে বাধ্য করে উচিত শিক্ষা দিয়েছি।” তিনি আরও বলেন, “ওই চালক মহারাষ্ট্র ও মারাঠি ভাষাকে অপমান করেছেন। এই ধরনের ঘটনা আমরা কোনওভাবেই বরদাস্ত করব না।”
এই ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পালঘর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার ভিডিও আমরা দেখেছি। যদিও ঘটনার প্রেক্ষিতে যেহেতু কোনও অভিযোগ দায়ের করা হয়নি তাই পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশ্য মহারাষ্ট্রে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে ১ জুলাই ঠানেতে একই ঘটনা ঘটেছিল। সেখানে ফুটপাতের এক দোকানি মারাঠি ভাষায় কথা না বলায় এমএনএস কর্মীরা তাঁকে বেধড়ক মারধোর করে। সেই ঘটনায় বিরোধিতায় সরব হয় বহু সংগঠন। মারাঠি অস্মিতা ও বিরোধীদের বিক্ষোভের জেরে সম্প্রতি রাজ্যে স্কুল শিক্ষায় হিন্দি ভাষা বাধ্যতামূলক করার পথ থেকে সরে এসেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.