সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার স্কুলপাঠ্যেও থাকবে অপারেশন সিঁদুর! এমনটাই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা উচিত। দেশের ক্ষমতা বাড়াতে পারে, এমন বিষয়গুলি স্কুলের পাঠ্যবইয়ে রাখতে চায় সরকার, বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আরও শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুর নিয়ে সামার ক্যাম্পও করাতে নির্দেশ দেবে এনসিইআরটি।
ইতিমধ্যেই রাজস্থানের স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম গৃহীত হবে সেরাজ্যের একাধিক ক্লাসে। অপারেশন সিঁদুর নামে আলাদা বইও থাকবে। আরও বেশ কিছু রাজ্যও একই পদক্ষেপ করতে পারে বলে খবর। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইঙ্গিত, NCERT পাঠ্যক্রমেও এবার থাকতে পারে অপারশন সিঁদুর। তবে এই নিয়ে সরাসরি কোনও স্পষ্ট মন্তব্য করেননি তিনি।
একটি আলোচনাসভায় ধর্মেন্দ্র বলেন, “আমরা ইতিহাস মুছে ফেলি না। আমাদের দেশে বহু বীর শহিদ রয়েছেন, যাঁদের নাম কেউ জানেই না। জোরাওয়ার, ফতেহ সিংদের ক’জন চেনে? অন্ধ্রপ্রদেশের বাইরে আলুরি সীতারাম রাজুর নাম কেউ জানে? এনডিএ সরকার এই সমস্ত বীরদেরকে ফিরিয়ে আনতে চায় ইতিহাসে। অনেকে প্রশ্ন তোলে এই নিয়ে। তবে আমাদের দায়িত্ব ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা। উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশেও অপারেশন সিঁদুরকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা চলছে। রাজস্থানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে।”
তাহলে সর্বভারতীয় স্তরে অর্থাৎ NCERT পাঠ্যক্রমেও কি অপারেশন সিঁদুর থাকবে? সরাসরি স্পষ্ট জবাব না দিলেও শিক্ষামন্ত্রী বলেন, যে সমস্ত বিষয়গুলি দেশের শক্তি এবং ক্ষমতা বাড়ায় বলে মনে করবে সরকার সেগুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এনসিইআরটিও বরাবর ভালো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এসেছে। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নিয়ে দেশের স্কুলপড়ুয়াদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছে এনসিইআরটি, এমনটাই শোনা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.