সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়ো খবর’, দিন দুই আগে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নস্যাৎ করতে গিয়ে এমনই দাবি করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার তাঁকে পালটা জবাব দিল বিদেশমন্ত্রক।
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ ইউনুসের এই মন্তব্যকে ‘মিথ্যাচার’ বললেন। তাঁর মন্তব্য, ”আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের শামিল বলেই মনে করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি।”
“We categorically reject these false and baseless allegations,” says MEA on Bangladesh Home Advisor’s remarks
Read Story |
— ANI Digital (@ani_digital)
রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে চলতি সপ্তাহের প্রথমার্ধ্বে নিউ ইয়র্কে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হিন্দুদের উপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করেন। উলটে ভারতকে দুষে ইউনুস বলেছিলেন, ‘‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়ো খবর।’’ তাঁর এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু। দেশদ্রোহিতার অভিযোগে তাঁকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এমনকী আইনি লড়াইয়ের সুযোগ পাচ্ছেন না তিনি। বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে। ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনুসের দাবি যে ঠিক নয়, সেটাই মত বিশেষজ্ঞদের।
এবার ভারতকে জড়িয়ে ভুয়ো খবর সংক্রান্ত ইউনুসের মন্তব্যের তীব্র বিরোধিতা করল বিদেশমন্ত্রক। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠক করে সাফ জানালেন, এ ধরনের মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.