Advertisement
Advertisement
Ministry of External Affairs

কার্নির কূটনীতি! G7 সম্মেলনে আমন্ত্রণে সাড়া দিয়ে কানাডা যাচ্ছেন মোদি

আগামী সপ্তাহে সম্মেলনের ফাঁকে মোদি-কার্নির দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা, জানাল বিদেশমন্ত্রক।

Ministry of External Affairs hints that PM Narendra Modi will attend G7 Summit in Canada
Published by: Sucheta Sengupta
  • Posted:June 12, 2025 6:13 pm
  • Updated:June 12, 2025 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: কানাডার মসনদে বদল হতেই ইতিবাচক সাড়া ভারতের। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির কূটনীতি সফল। তাঁর ফোনেই মন গলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী সপ্তাহে জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন তিনি। সেখানে সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।

আগামী সপ্তাহে ১৫ থেকে ১৭ জুন কানাডার কানানাস্কিতে জি-৭ সম্মেলন। তাতে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে গত সপ্তাহে ফোন করেছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি ভারত-কানাডার মধ্যে যে টানাপোড়েন চলছে, সেই আবহে কার্নির এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ। খলিস্তান ইস্যুতে সম্প্রতি দু’দেশের মধ্যে বন্ধুত্বে খানিকটা ফাটল ধরে। সেই আবহেই মোদি জি-৭ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রণধীর জয়সওয়াল জানান, ”কানাডার প্রধানমন্ত্রী গত সপ্তাহে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে বৈঠকের সম্ভাবনা রয়েছে।”

কী বিষয় নিয়ে আলোচনা হবে মোদি-কার্নির মধ্যে? রণধীর জয়সওয়াল জানান, ”নানা আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক একাধিক বিষয় তো রয়েছেই। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করছি। এছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement