ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জানা যায়, চাকরির টোপ দিয়ে ভারতীয়দের যোগ দেওয়ানো হয়েছে রুশ সেনায়। জোর করে তাঁদের নামানো হচ্ছে যুদ্ধের ময়দানে। এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের মুখে পড়ে কেন্দ্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েকজন। নতুন করে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। রুশ সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তাঁদের কাছে আবেদন করা হয়েছে যাতে ভারতীয়দের সেনায় যোগদান না করানো হয়। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে সতর্ক করা হয়েছে যাতে কোনওভাবেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জড়িয়ে না পড়েন ভারতীয়রা।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সম্প্রতি ভারতীয়দেরকে রুশ সেনায় যোগদান করানোর খবর জানা গিয়েছে। তিনি বলেন, ‘আমরা দিল্লি এবং মস্কো দুই জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি। এই নিয়োগ বন্ধ করার এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’
জয়সওয়াল বার বার মনে করিয়ে দিয়েছেন, ‘সরকার এর ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের বার বার জানিয়েছে।’ তিনি যোগ করেন, ‘আমরা আবারও সকল ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীতে যোগদানের যেকোনও প্রস্তাব থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।’ বছরের শুরুতে বিদেশ মন্ত্রকের তরফে সংসদে জানানো হয়েছে, ১২৭ জন ভারতীয় রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ধারাবাহিকভাবে সর্বোচ্চস্তরে আলোচনার মাধ্যমে ৯৮ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, এখনও ১৩ জন ভারতীয় মস্কোর বাহিনীতে রয়েছে। এর মধ্যে ১২ জন নিখোঁজ বলেও জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতীয়দের রুশ সেনায় যোগদানের বিষয়ে সংসদে এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, “আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা বিভ্রান্ত হয়েছেন। অন্য কাজের কথা বলে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করানো হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন নিশ্চয়তা দিয়েছেন যে, ফৌজে থাকা সকল ভারতীয়দের অব্যাহতি দিয়ে দেওয়া হবে।”
জয়সওয়াল জানিয়েছেন, নিখোঁজ ভারতীয়দের খুঁজে বের করার জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ করছে নয়াদিল্লি। প্রসঙ্গত, ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস গত বছর জানায় তারা ভারতীয় নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগ করছে না। ২০২৪ সালের জুলাই মাসে মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার পর এই আশ্বাস দেওয়া হয়। দূতাবাস আরও জানিয়েছে তারা ইউক্রেনে নিয়োগ হওয়া ভারতীয় নাগরিকদের মুক্তি নিশ্চিত করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.