ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে তলোয়ার নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বছর ১৬-র এক কিশোর। সেই তলোয়ার দিয়ে রাস্তায় থাকা একের পর এক বাস, অটো, ট্যাঙ্কারে আঘাত করছে সে। শনিবার বিকাল থেকে এমন ভয়ংকর ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের। কর্মব্যস্ত সময়ে কিশোরের এমন তাণ্ডবে একপ্রকার স্তব্ধ হয়ে যায় বাণিজ্যনগরীর ভান্ডুপ পশ্চিমের ট্যাঙ্ক রোড এলাকা।
ঘটনার পর তৎক্ষণাৎ পুলিশ পৌঁছে ওই কিশোরকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। তাকে জেরা করে জানা যায়, তার কাকা তাকে বকাবকি করায় এমন কাণ্ড ঘটিয়েছে সে। ওই কিশোরের দাবি, তার কাকা তাকে চোরের অপবাদ দিয়েছিল। এমন অপবাদ শুনে মাথা ঠান্ডা রাখতে পারেনি সে। রাগের মাথায় বাড়িতে রাখা তলোয়ার নিয়ে রাস্তায় বের হয়। এরপর হাতের সামনে যা পায় তাতেই হামলা চালায়।
ℍℕℙ | Under the jurisdiction of the Mumbai Police Commissionerate, within the limits of the , in the Valmiki Nagar (Tank Road) area, a young man openly wielded a sword and vandalized several vehicles, including buses, cars, and trucks. This act has instilled…
— ℝ (@Rajmajiofficial)
এদিকে, জনবহুল রাস্তায় কিশোরের এমন তাণ্ডবে পথচলতি সকলেই ভীত হয়ে পড়েন। বাসে হামলা চালানোর সময় অনেক যাত্রী উপস্থিত ছিলেন। কিশোরের এলোপাথারি হামলায় হাতে চোট পান বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট অর্থাৎ BEST-এর বাসের চালক। তলোয়ারের আঘাতে বাসের জানালা এবং উইন্ডশিল্ড ভেঙে যায়। BEST-এর তরফে জানানো হয়েছে, বাসের জানলা এবং উইন্ডশিল্ড ভাঙায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আহত বাসচালক কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ৩:১০ থেকে ৩:২৫-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। ওই কিশোর একটি মাঠে খেলা করছিল। সেসময় তার কাকা এসে তাকে অপমান করতে শুরু করে। এরপরই বাড়িতে গিয়ে তলোয়ার নিয়ে এসে রাস্তায় থাকা বাস, অটো, ট্যাঙ্কারে হামলা চালাতে শুরু করে সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.