Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

বাবার কাছে থাকার জন্য ১ কোটি দাবি কিশোরীর! ‘ফল ভুগবেন আপনিও’, মাকে তোপ সুপ্রিম কোর্টের

সমস্যা সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে আদালত।

Minor Daughter asks father pays 1 Crore for custody Supreme Court Warns Mother
Published by: Subhankar Patra
  • Posted:July 24, 2025 5:33 pm
  • Updated:July 31, 2025 7:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের অশান্তি। মেয়েকে স্বামীর কাছে দিতে বলেছিল নিম্ন আদালত। তবে সেই নির্দেশ মানেননি মা। অন্যদিকে, বাবা কন্যাকে নিতে এলে তাঁকে লাঠির আঘাত করে মেয়ে। ১ কোটি টাকা দিতে বলে কিশোরী কন্যা! জল গড়ায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে মা। প্রধান বিচারপতির মন্তব্য “ফল ভুগবেন আপনিও।”

Advertisement

বর্ষীয়ান আইনজীবী পিআর পাটওয়ালিয়া প্রধান বিচারপতি ভিআর গাভাইয়ের এজলাসে জানান, তাঁর মক্কেল ও স্ত্রী দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তাঁদের বৈবাহিক সম্পর্ক স্বাভাবিক নয়। কন্যার দায়িত্ব চেয়ে নিম্ন আদালতে দ্বারস্থ হন। কোর্ট নির্দেশ দেয়, বাবার কাছে মেয়ে থাকবে। কিন্তু কন্যাকে বাবার কাছে পাঠাননি মা। হাই কোর্টে যান বাবা। মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে হাই কোর্টের দ্বারস্থ হন বাবা। হাই কোর্ট সেই আবেদন খারিজ করে। মেয়েকে ফেরত চেয়ে এরপরই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন বাবা।

শীর্ষ কোর্টে কিশোরীর বাবা জানান, “মেয়ে আমার কাছে আসতে রাজি হয়নি। আমি মাকে হেনস্তা করেছি বলে ও অভিযোগ তুলেছে। আমার কাছে ফিরে আসতে ১ কোটি টাকা দাবি করেছে ও। স্কুলের খাতায় অভিভাবক হিসাবে আমার কাটিয়ে দিয়েছে ওর মা।” এরপরই প্রধান বিচারপতি কিশোরীর মায়ের উদ্দেশে বলেন, ” নিজেদের ঝামেলায় অকারণে মেয়েকে টেনে নিয়ে আসছেন। মেয়ের কেরিয়ার ও মন কে খারাপ করছেন। একদিন এর ফল ভুগবেন আপনিও।”

সব সওয়াল-জবাব শোনার পর আদলত এই দম্পতির সমস্যা সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছে। উত্তরাখণ্ডের প্রাক্তন বিচারপতি ঋতু বাহরিকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। কোর্টের মন্তব্য, ‘মধ্যস্থতাকারী পক্ষগুলির মধ্যে সমস্ত বিষয় বিবেচনা করবেন মধ্যস্থতাকারী।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ