Advertisement
Advertisement
Uttar Pradesh

অপহরণ করে ৬ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ! উত্তরপ্রদেশে গ্রেপ্তার যুবক 

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ।

Minor girl abuse for 6 months in Uttar Pradesh

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 28, 2025 4:20 pm
  • Updated:September 28, 2025 4:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণ। ৬ মাস আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে অভিযুক্তকে রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। তদন্তে পুলিশ।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের। মোধ থানা এলাকার এক ১৬ বছরের নাবালিকা নিখোঁজ হয়ে যায়। মার্চ মাসের ২২ তারিখ থানায় অভিযোগ জানান কিশোরীর মা। তদন্তে নামে পুলিশ। দিন তিনেক পর পরে তদন্তকারীরা জানতে পারেন, আশিসকুমার সূর্য নামে বছর ২১-এর যুবক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে। কিশোরীকে  অপহরণ করা হয়েছে বুঝতে পারলেও তার খোঁজ পাচ্ছিল না পুলিশ। পলাতক ছিল অভিযুক্তও। 

ধৃতের গতিবিধি জানতে একাধিক সূত্রকে সক্রিয় করেছিল পুলিশ। দীর্ঘদিন নজর রাখার পর শুক্রবার উত্তরপ্রদেশেরই সঙ্গম রেলওয়ে স্টেশনে দেখা যায় অভিযুক্ত আশিসকে। তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে নাবালিকারও। কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর মেডিক্যাল হয়েছে। শনিবার কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে।

এদিকে অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়  মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে আদলতে পেশ করা হলে তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার মা ও পরিবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ